সোহেল রানাঃ দেশের উত্তরাঞ্চলের খাদ্য ভান্ডার খ্যাত নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। স্থানীয়ভাবে শ্রমিক সংকট হওয়ায় পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ধানকাটার জন্য শ্রমিকরা আসতে শুরু করেছেন। তাদের স্বাগত জানানোসহ স্বাস্থ্য সুরক্ষা ও থাকার ব্যবস্থা করছেন মহাদেবপুর থানা পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দ নারায়নপুর গ্রামের মাঠে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ শ্রমিকদের মাঝে মাস্ক ও ইফতার বিতরণ করেন। অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, ‘শ্রমিকদের থাকা-খাওয়া, পরিবহনসহ স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া হচ্ছে। মহামারী করোনার মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগত শ্রমিকদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাজ করার জন্য
প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। যে কোন প্রয়োজনে শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ওসি।