শফিকুল ইসলাম সোহেলঃ শরীয়তপুরের জাজিরা উপজেলায় দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে প্রধানমন্ত্রী’র উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ।বুধবার বেলা ১২টায় জাজিরা সরকারি মোহর আলী উচ্চ বিদ্যালয় মাঠে জাজিরা পৌরসভা, জাজিরা ইউনিয়ন ও বড়কান্দী ইউনিয়নের ৪ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুজ্জামান ভূইয়া, জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, বড়কান্দি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদার, জাজিরা ইউনিয়নের চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম (রফিক মাষ্টার) প্রমূখ। এসময় ৪শত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১লিটার তেল বিতরণ করা হয়।