শাহীন আলমঃ সুনামগঞ্জের দিরাইয়ের মথুরাপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত। আজ বুধবার সকালে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মথুরাপুর হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আপন দুই সহোদর মথুরাপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে ফখরুল ইসলাম (৫০) ও তার সহোদর মো ফজলু মিয়া (৪৭)।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি থানায় নিয়ে আসে কিছুক্ষন পরে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন
করা হবে। এ ব্যাপারে দিরাই থানার ওসি মো আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।