শামীম হোসাইনঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের জাতীয় পার্টি জেপির নেতা হোটেল ব্যবসায়ী মোঃ আবু তালেব জোমাদ্দারকে তার আপন ভাতিজা মোঃ রমজান জোমাদ্দার ও ইমরান জোমাদ্দার সহ আরো কয়েকজন মিলে কুপিয়ে আহত করে। মঙ্গলবার রাত আনুমানিক ১০.০০ টার দিকে ইন্দুরকানী উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নে কলারন গ্রামের এ হামলার ঘটনা ঘটে।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের বিরুদ্ধে মামলা করার কারনে ভাতিজারা ক্ষিপ্ত হয়ে চাচার উপর এমন হামলার ঘটনা ঘটানো হয় বলেজানা গেছে। আহত আবু তালেবের বোন মোছা: আমেনা বেগম জানান, তার ভাই আবু তালেব জোমাদ্দার মঙ্গলবার রাতে তার চাচাতো ভাই কলারন গ্রামের কবির জোমাদ্দারের বাড়িতে যাওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা ভাতিজা রমজান জোমাদ্দার লোকজন নিয়ে আবু তালেবের ওপর
আক্রমণ করে।
এসময় আবু তালেবের স্ত্রী ও তাদের গাড়ি চালক বাধা দিলে তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে আঘাত করে। এসময়ে তাদের চিৎকারে আসে পাশের লোক জন ছুটে আসলে রমজান তার সহযোগীদের নিয়ে আবু তালেবকে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ থাকায় এর আগে ভাতিজা রমজানদের নামে আবু তালেব থানায় একটি মামলা করেন। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে আহত জেপির নেতা আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
ইন্দুরকানী থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।