বৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সিরাজগঞ্জে সরকারি ভাবে ধান গম সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২৯, ২০২১ ১২:৫৯ পূর্বাহ্ণ

মাসুদ রেজাঃ সামাজিক দুরত্বে  ও স্বাস্থবিধি মেনে মানসম্পন্ন ধান-গম সংগ্রহের  নির্দেশনায় কৃষকের জন্য কেজিতে  ১ টাকা এবং মিলারদের জন্য কেজিতে ৩ টাকা দাম বাড়িয়ে এবারের বোরো মৌসুমে সাড়ে ৬ লক্ষ মেট্রিক টন ধান এবং সাড়ে ১১ লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।সেই লক্ষে সিরাজগঞ্জে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ রোবো সংগ্রহ  ২০২১ মৌসুমে ১ মেট্রিক টন ধান ও  ৩ মেট্রিক টন গম সংগ্রহের মধ্য দিয়ে  সরকারি  খাদ্য  গুদাম ধান গম সংগ্রহের শুভ উদ্বোধন  করা হয়েছে৷
বুধবার (২৮ এপ্রিল) সকালে  সরকারি  খাদ্য গুদামে ধান ও গম সংগ্রহের আনুষ্ঠানিক  উদ্বোধন  করেন সদর উপজেলা  চেয়ারম্যান মোহাম্মদ  রিয়াজ  উদ্দিন ।এ সময় উপজেলা  চেয়ারম্যান,খাদ্য গুদাম গুলোতে সামাজিক ও শারিরিক দূরত্ব বজায় রেখে মানসম্পন্ন ধান-গম সংগ্রহ এবং ধান গম দিতে এসে কেউ যাতে হয়রানির শিকার না হন সেদিকেও দৃষ্টি রাখতে খাদ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ।এ বছর সিরাজগঞ্জে চলতি মৌসুমে  বোরো ধানের সংগ্রহের লক্ষ্যমাত্রা  ১৬৯৯ মেট্রিকটন এবং  গম ২৬৪ মেট্রিকটন  নির্ধারণ  করা  হয়েছে  বলে জানা গেছে।কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে ২৭ টাকা কেজি দরে। আর মিলারদের কাছ থেকে ৪০ টাকায় সিদ্ধ চাল এবং ৩৯ টাকায় আতপ চাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  জেলা খাদ্য  নিয়ন্ত্রক কর্মকর্তা  মোঃ মাহবুবুর  রহমান  খান,ভাইস চেয়ারম্যান  মোঃ নাসিম রেজা  নুর  দিপু , সদর উপজেলা কৃষি  কর্মকর্তা  রোস্তম  আলী,টিসিএফ মোঃ আনোয়ার  হোসেন, সংরক্ষণ  ও চলাচল কর্মকর্তা  এস এম শফিকুল ইসলাম  তালুকদার, কারিগরী  খাদ্য  পরিদর্শক  শফিউর রহমান,উপ খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র  শীল সহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকরা  উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY REHOST BD