মনিরুজ্জামানঃ কুমিল্লায় হোমনায় জাতীয় দৈনিক দেশ জগত পত্রিকার হোমনা প্রতিনিধি নাঈমুল ইসলামের বাড়ি ও পল্ট্রি ফার্ম সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। আজ বুধবার রাত সাড়ে ৯ টার দিকে চান্দেরচর ইউনিয়নের বাগসিতারামপুর গ্রামে তার নিজবাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে সাংবাদিক নাঈমুল ইসলাম জানান গত বুধবার লকডাউনে বাড়িতে আসা সোহাগ নামের এক যুবকের নিকট চাঁদা চেয়ে না পেয়ে প্রকাশ্যে পিটিয়ে তাকে আহত করে একটি সন্ত্রাসী কিশোর গ্যাং। পরে লোকজন তাকে হোমনা সরকারী হাসপাতালে ভর্তি করায়। আহত সোহাগ বাগসিতা রামপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। তার দাদা হাবিলদার আবুল কাশেম ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
সে মারা যাবার পর একটি সন্ত্রাসী গ্রুপ মদ- গাজা ইয়াবা বিক্রি করে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে চাঁদা আদায় করে। না পাইলে তাকে মারধর করে। এ ঘটনা উল্লেখ করে আহত সোহাগের মা আসমা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করলে হোমনা থানার এস আই সেকান্দর মোল্লা এর তদন্তকরছে। এ বিষয়ে নিউজ করায় ক্ষিপ্ত হয়ে আল আমিনের নেতৃত্বে ৮/১০ জনের একটি গ্রুপ আমার বাড়ি ও পল্ট্রি ফার্মে সন্ত্রাসী হামলা চালায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরে আমার বাবা থানায় ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। আমি এর বিচার চাই।
এ দিকে আল আমিনের কাছ থকে এখনো কোন বিস্তারিত জানা যায় নি। তবে সত্য মিথ্যা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ এ বিষয়ে খুবই তৎপর থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, খবর পাওয়া সাথে সাথে এস আই মোতাব্বির হোসেনের নেতৃত্বে পুলিশ টিম ঘটনা স্থলে প্রেরন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।