জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশক্রমে পাবনা জেলাকে অবৈধ অস্ত্র এবং মাদক মুক্ত করার লক্ষ্যে অদ্য ইং ২৮/০৪/২০২১ তারিখ রাত্রী-৯.০০ সময় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নেতৃত্বে ডিবি, পাবনার একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন ছোট শালগাড়ীয়ায় অভিযান পরিচালনা করে মো: আজমল (৩৫) সাং-ছোট শালগাড়ীয়া, থানা-পাবনা।
আসামিকে গ্রেফতার করে। তার শরীর তল্লাশী করে প্যান্টের কোমড়ে গোজানো অবস্থায় একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং ০৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে মার্ডার, অস্ত্রসহ মোট ০৪ মামলা রয়েছে।এ বিষয়ে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।