শাকিল আহাম্মেদঃ জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির পক্ষ থেকে ৫ শতাধিক দরিদ্র অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য, সুরক্ষা সামগ্রী ও ঈদ উপলক্ষে নতুন কাপড় বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিমন্ত্রীর পক্ষে ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান এ সামগ্রী বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বীর প্রতিক আব্দুল হাকিম, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক সজনু, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নতুন কাপড় হিসেবে শাড়ী, লুঙ্গী, খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, সেমাই, চিনি, তেল, গোসল ও কাপড় কাচার সাবান।