এস কে সুজনঃ হবিগঞ্জের মাধবপুরে স্কুল ছাত্রীকে উক্ত্যাক্ত করার মামলার প্রধান আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) ভোরে পুলিশ উপজেলার ছাতিয়াইন থেকে বখাটে কৃষ্ণ সরকার কে গ্রেফতার করে। সে উপজেলার বহরা ইউনিয়নের লাল মোহন সরকারের ছেলে।
থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, সুন্দাদিল গ্রামের সমরিত বণিকের মেয়ে দশম শ্রেণীর ছাত্রীকে কৃষ্ণ বণিক সহ কয়েকজন উত্যাক্ত করত। এই ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে কৃষ্ণ বণিক সহ কয়েকজন কে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় কৃষ্ণ বণিক কে গ্রেফতার করা হয়।