গাইবান্ধা প্রতিনিধিঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের গ্রেফতারকৃত নেতাদের রিমান্ডে নির্যাতনের গুজব ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। গত মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের ফুটানীবাজার থেকে রানা মন্ডল নামে এই যুবককে গ্রেফতারের পর ঐরাতে ঢাকায় নিয়ে যায়।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার(২৯-এপ্রিল) পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার মো: নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত রানা বেশ কিছু দিন ধরে ইউটিউব ও ফেসবুক পেজ থেকে গ্রেফতারকৃত হেফাজত নেতাকর্মীদের পুলিশি রিমান্ডে নির্যাতনের মনগড়া, আক্রমণাত্মক, মিথ্যা, ভীতিপ্রদর্শক, মানহানিকর ও ধর্মীয় উসকানিমূলক গুজব রটিয়ে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছিলেন।
প্রযুক্তি ব্যবহার করে জানা যায়, হলি টিভি টুয়েন্টিফোর ইউটিউব চ্যানেল পরিচালনাকারী মো: রানা মন্ডল ও আব্দুর রহিম শেরপুরী এসব কার্যক্রমে জড়িত।তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইউটিউব চ্যানেল হলি টিভি পরিচালনা করেন বলে জানিয়েছেন। সেই ইউটিউব চ্যানেলে সংশ্লিষ্ট ভিডিওসহ একই রকম ছয় শতাধিক মনগড়া ভিডিও পাওয়া যায়। তিনি এরকম আরো একাধিক ইউটিউব চ্যানেল পরিচালনা করেন বলে জানান।
পুলিশ আরও জানায়, তিনি তার নিজের নামে পরিচালিত রানা স্টুডিওর ভেতর আব্দুর রহিম শেরপুরীর মাধ্যমে মনগড়া ও উসকানিমূলক ভিডিওগুলো ধারণ করতেন। পরে এই ভিডিওর সাথে অন্যান্য ভিডিওর অংশবিশেষ সম্পাদনা করে প্রচার করতেন।গ্রেফতারকৃত রানার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।