আহমেমদ কবীর সিকদারঃ বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ৩নং লেমশেখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের এহক পাড়া এলাকায় মোঃ কাইছারের সহধর্মিণী পারভীন আক্তার এর সাথে মেয়ের বিয়ের ব্যপারে মন মালিন্য হয়।এমতাবস্থায় উক্ত মনমালিন্যকে কেন্দ্র করে ২৮ তারিখে সকাল ৬ ঘটিকায় কাইছারের মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী আকলিমা সুলতানা মুন্নাকে সাথে নিয়ে মা-মেয়ে এক সাথে বিষ পান করেন।
বিষ পান করার সময় তৃতীয় শ্রেনীর ছাত্রী তুষ্পার নজরে আসলে তিনি সাথে সাথে চিৎকার করলে ৯ম শ্রেণির ছাত্রী মুন্না তার মুখ চেপে ধরেন।পরে চিৎকার শুনে বাকি লোকজন দোড়ে এসে তাদের উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে প্রেরণ করেন।সাথে সাথে কুতুবদিয়া হাসপাতালের মেডিক্যাল ইনচার্জ ডা. জাহাঙ্গীর আলম মা এবং মেয়ের আবস্থা আসঙ্খা জনক দেখে ওয়াস করে চট্টগ্রাম রেফার করে দেন।