মোয়াজ্জেম হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী মাইক্রোবাস থেকে চাঁদা না দেয়াকে কেন্দ্র করে বাবু বাহিনীর হামলায় অন্তত-৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মাছুম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবহন বন্ধ থাকলেও কিছু অসাধু মাইক্রোবাস চালক ঢাকা-টু-কলাপড়া যাত্রী পরিবহন করে আসছে। সন্ধ্যায় নয়ন নামের এক যুবকের একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় বাবু বাহিনীর মাছুম এসে মাইক্রোবাসের ড্রাইভারের কাছে ২ শ’ টাকা চাঁদা দাবি করে। নয়ন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাবু বাহিনীর ২০/২৫ জনের অতর্কিত হামলায় নাহিদ (২৫), মিম (২৩), নয়ন (২৫),মামুন (২৪), সাগর (২৬), মিরাজ (৩০) ও লিমন (২৭) গুরুতর জখম হয়।
তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মাছুম নামের একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।