রাজু হোসেনঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নে ছমার ভিড়ার কোণা থেকে কৃষ্ণা দিঘির পাড় পর্যন্ত চলাচলের প্রধান সড়কটি খুবই খারাপ অবস্থায় পরিনত হয়েছে।ছমার ভিড়ার কোণা থেকে আন্ধির পাড় হয়ে কৃষ্ণা দিঘির পাড় পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। এটি করপাড়া বাজার, আন্ধির পাড় ও সাহপুর বাজার পর্যন্ত চলাচলের প্রধান সড়ক হিসাবে পরিচিত।ইউনিয়নের অধিকাংশ মানুষই এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু দুঃখের বিষয় এই যে রাস্তাটির মধ্যে রয়েছে ছোট, বড় ও মাঝারি আকারের অনেক গর্ত। প্রতিদিনই ছোট বড় অনেক দূর্ঘটনা ঘটে।
সাধারন মানুষ ও যাহবাহন চলাফেরা একেবারেই অযোগ্য হয়ে পড়েছে।স্থানীয়দের মতে এই রাস্তাটি প্রায় দীর্ঘ ১৮/২০ বছর পর্যন্ত খারাপ অবস্থা পড়ে আছে। এখন পর্যন্ত রাস্তাটির কোনো সংস্কার করা হয়নি। আমরা সাধারন জনগন চলাফেরা করতে খুবই দুর্ভোগ পোহাচ্ছি।করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব বলেন, রাস্তাটি অনেকদিন থেকেই খারাপ অবস্থা পড়ে আছে এটি সত্য। তবে আমি উপরে কথা বলেছি। রাস্তাটি বর্তমানে সংস্কারের প্রক্রিয়াধীন আছে। অতি শীঘ্রই রাস্তাটি সংস্কার করা হবে।