সুজন বিষ্ণু: রাজবাড়ীতে নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ০২৪ জন।শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন।
২৬ এপ্রিল ও ২৭ এপ্রিলে আরটি পিসিয়ারে ৯৮ টি নমুনা পাঠানো হয়, পজিটিভ আসে ১৫ টি। সদর উপজেলায় ৬৬ টি নমুনাতে পজিটিভ ১১ জন, পাংশা উপজেলায় ১০ টি নমুনাতে পজিটিভ ০ জন, বালিয়াকান্দি উপজেলায় ৬ টি নমুনাতে পজিটিভ ১ জন, গোয়ালন্দ উপজেলায় ৪ টি নমুনাতে ১জন পজিটিভ, কালুখালী উপজেলায় ১২ টি নমুনাতে ২ জন পজিটিভ।
এ জেলাতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪০২৪ জন। রাজবাড়ী সদর উপজেলায় ২২৪৩ জন, পাংশা উপজেলায় ৮৬৩ জন, কালুখালী উপজেলায় ২৫৫ জন, বালিয়াকান্দি উপজেলায় ৩৪২ জন, গোয়ালন্দ উপজেলায় ৩২১ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩৭১০ জন। রাজবাড়ী সদর উপজেলায় ২০২৭ জন, পাংশা উপজেলায় ৮০২ জন, কালুখালী উপজেলায় ২৪৮ জন, বালিয়াকান্দি উপজেলায় ৩৩৩ জন, গোয়ালন্দ উপজেলায় ৩০০ জন।
মৃত্যুবরণ করেছেন ৩৬ জন। রাজবাড়ী সদর উপজেলায় ২০ জন, পাংশা উপজেলায় ০৯ জন, কালুখালী উপজেলায় ০৩ জন, বালিয়াকান্দি উপজেলায় ০২ জন, গোয়ালন্দ উপজেলায় ০২ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ২৬৫ জন।রাজবাড়ী সদর উপজেলায় ১৮৫ জন, পাংশা উপজেলায় ৫০ জন, কালুখালী উপজেলায় ৪ জন, বালিয়াকান্দি উপজেলায় ০৭ জন, গোয়ালন্দ উপজেলায় ১৯ জন।হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন( রাজবাড়ী সদর হাসপাতালে ১১ জন এবং পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ জন )।