বিপ্লব আচার্য্য সুজনঃ হবিগঞ্জের স্থানীয় দৈনিক প্রভাকর পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি মোঃ দুলাল সিদ্দিকী কে হত্যা হুমকি দিয়েছে এক প্রভাবশালী মাদক ব্যবসায়ী। এ ঘটনায় সাংবাদিক মোঃ দুলাল সিদ্দিকী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে মাধবপুর থানায় একটি সাধারন ডায়রি করেন। ডায়রিতে তিনি উল্লেখ করেন , উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত তালিব হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী চাঁন মিয়া’র সঙ্গে তার পূর্ব থেকে বিরোধ চলছিল।
চাঁন মিয়া মাদক ব্যবসায় জড়িত থাকায় একাধিকবার আইনশৃঙ্গলা বাহিনী গ্রেফতার করে। এতে চাঁন মিয়া সন্দেহ করেন সাংবাদিক দুলাল সিদ্দিকী তাকে ধরিয়ে দিয়েছে। এরপর থেকেই চাঁন মিয়া দুলাল সিদ্দিকীর উপর ক্ষিপ্ত হয়। গত ২৯ এপ্রিল চাঁন মিয়া তার ব্যবহার মোবাইল ফোন দিয়ে দুলাল সিদ্দিকী কে হত্যার হুমকি দেয়। এই ঘটনার পর থেকে দুলাল সিদ্দিকী নিরাপত্তা হীনতায় ভুগছেন। এ ঘটনায় দুলাল সিদ্দিকী শুক্রবার মাধবপুর থানায় একটি সাধারন ডায়রি করেন।