শরীফ হোসেনঃ মানুষের মাঝে নেই তেমন ভয়,কেটে গেছে আতংক।তাদের দেখে বোঝার উপায় নাই যে,দেশে করোনা নামক মহামারি চরমভাবে আঘাত এনেছে।এতে ছিন্নভিন্ন হতে পারে একটি জাতি,হারাতে পারে বিশ্বে তার অবস্থান।লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় ও ঠিক তার ব্যতিক্রম নয়।এখানে মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব,বালাই নাই স্বাস্থবিধির।এদের দেখে মনে হয়,করোনা বিধায় নিয়েছে যেন।আমরা এমন এক সংকটকাল অতিক্রম করছি যেখানে অভাব প্রতিনিয়ত মানুষকে রাস্তায় নামতে বাধ্য করে।তাই বলে থাকবে না মহামারি করোনার ভয়,থাকবেনা একটু সচেতনতা?
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,জনগনের মাঝে শুধু সরকারের কটরতার ভয় করোনার ভয় নয়।আজ উপজেলার অন্যতম বাজার,রামগঞ্জ উপজেলা সংলগ্ন মীরগঞ্জ বাজারে লোকে লোকারণ্য।সেখানে মানুষের মিলনস্থল দেখলে কে বলবে দেশে করোনা আছে।তাদের মধ্যে নেই সামাজিক দুরত্ব বা স্বাস্থবিধি মানার কোন চিহ্ন।একজনের গায়ের উপর হুমড়ি খেয়ে চলাফেরা দেখলে মনে আতংকই জাগে,এই বুজি মহামারি দেখা দিল এ অঞ্চলে।
সরকার ও প্রশাসনের নির্দেশনাও মানছে না বাজার কমিটি যেখানে বেলা ৩ টার মধ্যে বাজার শেষ করতে বলা হয়েছে।সাধারন জনমনে আতংকের পাশাপাশি আবেদন, সরকার যেন প্রশাসনের মাধ্যমে এ অঞ্চলকে তীক্ষ্ণ নজরদারীতে রাখে যাতে এ উপজেলার মানুষ করোনার এ হিংস্রতা থেকে মুক্তি পায়।