মাসুদ সরকারঃ নওগাঁর ধামইরহাটে র্যাবের অভিযানে দেশীয় চোলাই মদসহ মোরশেদুল ইসলাম (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার(৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পশ্চিম ধুরইল পচাকান্তা গ্রামে অভিযান চালিয়ে মোরশেদুলকে আটক করা হয়।আটক মোরশেদুল ইসলাম একই গ্রামের আবু সালামের ছেলে।
জানা যায়,র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস.এম ফজলুর হক নেতৃত্বে র্যাব সদস্যরা গত শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম ধুরইল পচাকান্তা এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ কেজি ৫শত গ্রাম দেশীয় তৈরি চোলাই মদসহ মোরশেদুলকে হাতেনাতে আটক করা হয়। পরে র্যাব বাদী হয়ে ধামইরহাট থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।