শুক্রবার , ৩০ এপ্রিল ২০২১ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

ধামইরহাটে এক শিশু গলায় ফাঁস আত্নহত্যা করেছে

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ৩০, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ

মাসুস সরকারঃ নওগাঁর ধামইরহাটে গলায় গামছা পেঁচিয়ে এক শিশু আত্মহত্যা করেছে। উপজেলার ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মিম খাতুন (৮)। সে নানার বাড়িতে থাকতো। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। জানা গেছে, তেলিপাড়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে সেলিনা খাতুনের সাথে নয় বছর আগে ফয়জুল ইসলামের সাথে বিয়ে হয়।

বিয়ের এক বছর পর মিম নামে এক কণ্যা সন্তান জন্ম লাভ করে। মিমের বয়স ৩০ দিন হলে তার বাবা ফয়জুল ইসলাম মারা যায়। পরে মিমের মায়ের অন্যত্র বিয়ে হয়। ছোটবেলা থেকে মিম নানা বাতিতেই বসবাস করে আসছিল।  হটাৎ সবার অজান্তে শুক্রবার দুপুরে বাড়ীর অদূরে জলেশ্বরী পুকুরের পশ্চিম পার্শে রাজুর বাগানের আম গাছের ডালে গামছা গলায় ফাঁস দিয়ে শিশু মিম আত্মহত্যা করে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মো. আফতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিমের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না পেলে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD