হাসানুজ্জামানঃ গাংনীর গাড়াবাড়ীয়া গ্রামের একঝাক তরুনদের উদ্যোগে মসজিদে টুপি বিতরণ করেন। শুক্রবার বাদ আসর টুপি বিতরন অনুষ্ঠানের সূচনা হয়।এসময় টুপি বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাড়াবাড়ীয়া দারুস সালাম জামে মসজিদের ইমাম হাফেজ মাঃ মো: মাহমুদুল হাসান,বিশিস্ট সমাজ সেবক কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজাউর রহমান,মোফাজ্জেত আলী,বিশিষ্ট ব্যাবসায়ী সাজ্জাদ হোসেন পলাশ,জসীম উদ্দীন শাহীন আলম, খাইরুল ইসলাম,জিনারুল ইসলাম মাঝহারুল ইসলাম সেলিম প্রমুখ।
এ সময় ইমাম সাহেব যুবকদের উদ্দেশ্য নামাজে উৎসাহিত করার লক্ষ্যে কথা বলেন।এবং সমাজ মানুষের উপকারে আসতে হবে নামাজ কায়েম করতে হবে। যুবক বয়সের আমল সবচেয়ে আল্লাহ পাকের কাছে দামি তাই সকলে আসুন ভাইয়েরা নামাজ পড়ি ভালো কাজ করি আল্লাহর হুকুম পালন করি ।
রেজাউর রহমান জানান সমাজের উন্নয়ন মুলক কাজে সকল যুবকদের আগে থাকতে হবে। যুবকরা যদি সমাজের ভালো কাজে অংশ না নেই সে সমাজ সবচেয়ে পিছিয়ে থাকে। তাই আসুন আমরা ভালো কাজের পাশাপাশি ৫ ওয়াক্ত সালাত আদায় করি।
যুবকরা বিশেষ ভাবে ধন্যবাদ জানায় ১ নং কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানাকে সকল যুবকদের উদ্যোগ অনুপ্রেরনা যোগানোর জন্য এবং আর্থিক ভাবে, ও বুদ্ধি দিয়ে সবসময় আমাদের পাশে থাকার জন্য।