শনিবার , ১ মে ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মহাদেবপুরে সেই ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ ,উচ্ছেদ চায় স্থানীয়রা

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ১, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ

সোহেল রানাঃ নওগাঁর মহাদেবপুরে মোবাইলকোর্টে জরিমানা করা সেইইটভাটায় আবারো কাঠ পোড়ানোর অভিযোগ উঠেছে। জরিমানার পরও পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ ও ইটভাটানিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করে চলছে পরিবেশের বিপর্যয়।উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পাশে তিন ফসলী জমি নষ্ট করে কয়েক বছর আগে গড়ে তোলা হয়েছেআল আমিন ব্রিক্স নামে অবৈধ ইটভাটা।

এর পাশেই রয়েছে বাগডোব বাজার, হাইস্কুল, প্রাইমারি স্কুলসহ অসংখ্যবাড়িঘর। পাশ দিয়ে চলে গেছে মহাদেবপুর-ছাতড়া-রহনপুর আঞ্চলিক পাকা সড়ক। এই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। নেই স্থানীয় প্রশাসনের কোন অনুমোদন। কিভাবে বছরের পর বছর বিশাল এই ইটভাটাটি চালু রয়েছে তা নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে বছরের পর বছর চলা অবৈধ্য ইটভাটাটি উচ্ছেদ করে তিন ফসলী কৃষি জমি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী বসতি এলাকা, পাহাড়, বন ও জলাভূমির এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। কৃষিজমিতেও কোনো ইটভাটা বৈধ হিসেবে গণ্য হবে না। সম্প্রতি এবিষয়ে বিভিন্ন গণমাধ্যমে “মহাদেবপুরে অবধ্যৈ ইটভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ, উজার হচ্ছে গাছপালা” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে গত ১৮ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন সরেজমিনে এই ভাটা পরিদর্শন করেন। লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী ওই ভাটার মালিক ইউসুফ আলীর ৪০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। কিন্তু এর পরদিন থেকেই ভাটায় আবারো অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। ফলে বায়ু দূষণের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার কৃষক থেকে শুরু করে কোমলমতি শিক্ষার্থীরা।

ঝুঁকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। বিপর্যস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে ওই ভাটায় গেলে দেখা যায়, ভাটার উপরে চুল্লির কাছে জমা করে রাখা হয়েছে কাঠ। অল্প অল্প করে কাঠ সেখানে রেখে প্রয়োজনের সময় চুল্লিতে কাঠ দেয়া হচ্ছে। বেশি করে কাঠ জমা রাখা
হয়েছে ভাটা সংলগ্ন করাতকলে (স-মিল)। জানতে চাইলে ওই ভাটায় কর্মরত একজন শ্রমিক জানালেন, ভাটায় কয়লার সাথে প্রতিবার ৭০০-৮০০ মণ কাঠ পোড়াতে হয়। সেখানে ভাটা মালিককে পাওয়া যায়নি।

ভাটা সংলগ্ন জমির মালিকেরা জানান, প্রতিবছর ভাটার কালো ধোঁয়ায় ফসলের মারাত্মক ক্ষতি হয়। কিন্তু ভাটা মালিক এরজন্য কোন ক্ষতিপূরণ দেন না। এই ইটভাটা পরিবেশের মারাত্মক দূষণ করছে। চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা এনামুল হক রঞ্জু বলেন, এই ইটভাটার কোন অনুমোদন নেই। সংশ্লিষ্ট সকলকে ম্যানেজ করে অবৈধভাবে চলছে। তিনি অবিলম্বে এটি উচ্ছেদের ব্যবস্থা গ্রহণের দাবী জানান। ওই ইউপির চেয়ারম্যান মাহমুদুন নবী রিপন বলেন, অনুমোদনহীন ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিৎ। এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন বলেন, প্রয়োজনে আবারো অভিযান চালানো হবে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের চেকপোষ্ট প্রাইভেটকার ও মোটর সাইকেল আরোহীদের নানা অজুহাত

চাটখিলে বার বার মিথ্যা মামলা দিয়ে একটি পরিবারকে হয়রানীর অভিযোগ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় আবু সাঈদ চাঁদকে মাগুরা জেলে প্রেরণ

কৃষক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন-বিশ্বনাথে বর্ধিত সভায় শফিক চৌধুরী

বগুড়ার  ধুনটে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ৫২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক

ভাঙ্গায় পুলিশিং সেবা মানুষের  দৌড়গোড়ায় পৌছানোর লক্ষে বিট পুলিশিং কার্যক্রম

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশ অভিযানে গাঁজাসহ আটক ৩

দাম নেই তবু রসুনেই স্বপ্ন দেখছেন কৃষক

মিথ্যা অভিযোগ ও নাটকীয় সংবাদ সম্মেলনের প্রতিবাদে, চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

Design and Developed by BY REHOST BD