আলমগীর কবির পল্লব: গতকাল ৩০শে এপ্রিল ভোর রাতে পাবনা আমিনপুর থানার আবুল খার মোড় হতে ৫ টি চোরাই গরুসহ ১টি ট্রাক আটক করেছে আমিনপুর থানা পুলিশ । ঘটনার সত্যতা স্বীকার করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী সাংবাদিকদের জানান, অজ্ঞাত কয়েকজন চোর অত্র থানার আবুল খার মোড় হয়ে ১টি ট্রাকে করে ৫টি গরু নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল ।
একই রোডে থাকা মাটির গাড়ীর কয়েকজন ড্রাইভারের সন্দেহ হলে তারা গরুর ট্রাকটির গতি রোধের চেষ্টা করে । বিষয়টি থানার এস আই শফিকুল আলম লক্ষ করে ঘটনাস্থলে এগিয়ে যান । পুলিশের উপস্থিতি টের পেয়ে ততক্ষণে গরু ও ট্রাক রেখে চোরচক্র পালিয়ে যায় । পরে উদ্ধার হওয়া গরু ও বহনকারী ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয় । এবিষয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় ১টি চুরি মামলা দায়ের করা হয় ।