হারুনুর রশিদঃ ১লা মে শনিবার সকাল ৮.৩০ মিনিটে কাহালু পৌর এলকার পালপাড়া গুচ্ছগ্রাম থেক রমজান আলীর পুত্র মাদক ও বিক্রেতা আজাহার আলী (৫০) কে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। থানা তদন্ত অফিসার খোকন ও এস,আই শাহীন কাদির সঙ্গীয় ফোর্স নিয়ে এই মাদক ও বিক্রেতা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।