মাসুদ রেজাঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনামধু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৩০ এপ্রিল) মধ্য রাতে উপজেলার কামারখন্দ-কড্ডা আঞ্চলিক সড়কের নান্দিনামধু এলাকা থেকে তাদের গ্রেফকার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২টি চাকু, ব্যবহৃত ২টি মোটরসাইকেল, ৪টি মোবাইল, ২টি চটের বস্তা, রশি ও স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের নয়ন (১৬), কাওয়াক গ্রামের নাইমুল ইসলাম (১৬), শিবপুর বামনগ্রামের সুমন (১৫) ও শাহজাদপুর উপজেলার বোলদীপাড়া গ্রামের আরিফুল ইসলাম (১৬)। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রাকিবুল হুদা এ তথ্য নিশ্চিত তিনি জানান, শুক্রবার রাতে জামতৈল-কড্ডা সড়কে পুলিশ টহল দেয়ার সময় আটক চার যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ব্যাগ তল্লাশি করলে ব্যাগ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাতির প্রস্তুতি নিয়েছিলো ওই চার যুবক। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১লা মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।