মাসুদ রেজাঃ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সিরাজগঞ্জে দুস্থ ও অসহায় পেশাজীবি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জেলা যুবলীগ।শনিবার (১লা মে) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের এস এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগ আয়োজিত এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান।
সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে মাহে রমজান উপলক্ষ্যে ও করোনা ভাইরাসের কারনে বিপর্যস্থ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরেও রোজাদার ও করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের কথা চিন্তা করেই সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও জেলা যুবলীগের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আহসান হাবিব এহসান প্রমুখ।