জাহিদুল ইসলাম নিক্কন: মহান মে দিবস উপলক্ষে পাবনায় করােনা সংক্রমণে কর্মহীন মােটর শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর -৫ আসনের সংসদ সদস্য গােলাম ফারুক প্রিন্স। শনিবার বিকেলে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুদানের অর্থ বিতরণ করেন তিনি।
সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে জেলার ১ হাজার মােটর শ্রমিককে ৫ শত করে মােট ৫ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয় । অনুদান বিতরণ কালে প্রিন্স এমপি বলেন , করােনা সংকটের কারণে দেশের শ্রমিক মেহনতি মানুষ চরম দুর্ভোগে পড়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন বাঁচাতে ও অর্থনৈতিক জীবিকা সচল রাখতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন । প্রিন্স এমপি আরাে বলেন , দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ।
তাদের দুর্দিনে বিত্তবান সবাইকে এগিয়ে আসারও আহবান জানান তিনি । এ সময় আরাে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মােশারফ হােসেন , জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামিল হােসেন , শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ , জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরােজ খান , সাবেক সভাপতি বীরমুক্তিযােদ্ধা রফিকুল ইসলাম , পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি , মােটর শ্রমিক নেতা একরাম হােসেন , আলাল হােসেন , জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।