ইউসুফ শেখঃ খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের জামে মসজিদের সামনে শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টায় রেন্জ রির্জাভ ফোর্স (আর আর এফ) খুলনা, এক পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়। কনস্টেবল দীপক কুমার ঘোষ (২৪) পিতা দিলীপ চন্দ ঘোষ তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার স্থায়ী বাসিন্দা।
এক মোটর সাইকেল চালক পুলিশ সদস্যের মটর সাইকেলে ধাক্কা দিলে ছিটকে সড়কের মাঝে পড়ে গেলে তখন খুলনা টু যশোর গামী (ঢাকা মেট্রো ট ১৫-৭৬৯০) এক কাভার্ডভ্যান পুলিশ সদস্যর বুকের উপর উঠিয়ে দেয়। স্থানীয়দের সহায়তা এবং পুলিশ ক্যাম্পের তত্তবাধনে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কাভার্ডভ্যান জব্দ করে খানা জাহান আলী থানায় নেয়া হয়েছে। কাভার্ডভ্যানের ড্রাইভার ও মটর সাইকেল চালক উভয় পলাতক।
অপর দিকে রাত আনুমানিক সাড়ে ৯টায় খুলনা ফুলতলা উপজেলার খানজাহান আলী সেতুর সংযোগ সড়ক আফিলগেট রেলক্রসিংয়ে মোংলা থেকে সিমেন্ট বাহী ট্রাক-ক্রসিংয়ের সিগন্যাল পাস না মেনে রেল লাইনে উঠে পড়ে এবং বিপরীত দিকে দিয়ে যাওয়ার সময় যশোর থেকে খুলনা গামী ট্রেনের ইন্জিন সিমেন্ট বোঝায় ট্রাকটি সজরে ধাক্কা দিলে ধুমড়ে মুড়চে ট্রাকটি গেট পোষ্টের উপর গিয়ে পড়ে। ড্রাইভারের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয় এবং হেলপার কে মুমুর্ষ অবস্থায় নিকটস্থ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়দের সহায়তায় দ্রুত নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনা স্থলে আসেন।