রিয়াজ আহমেদ হান্নানঃ উল্লাপাড়ায় স্বাস্থ্যবিধি না মেনে চলছে ঈদের কেনাকাটা। কোভিড-১৯ করোনা ভাইরাস নিয়ে অনেকের উদাসীনতা লক্ষ্য করা গেছে। মানা হচ্ছে না সামাজিক দুরত্ব, সরকারের কঠোর হুশিয়ারী স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই, মুখে মাস্ক নেই শতকরা ৯০ ভাগ মানুষের ।
আজ রবিবার উল্লাপাড়ার বিভিন্ন পয়েন্ট ঘুরে এমনই চিত্র লক্ষ করা গেছে। সরকার নির্ধারিত সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দোকানপাট খোলার অনুমোদন থাকলেও ব্যবসায়ীরা রাত পর্যন্ত দোকানপাট খুলে রীতিমতো বেচাকেনা করছে। অনেক দোকানেই দেখা গেছে ক্রেতা- বিক্রেতা কারো মুখেই মাস্ক নেই।
উল্লাপাড়া ফুটপাত হকার সমিতি, মার্কেট মালিকরা কেউই স্বাস্থ্য সচেতন নয়। উল্লাপাড়ার সর্বত্র প্রচুর ভিড় দোকানে দোকানে। ঈদকে ঘিরে চলছে পুরোদস্তুর কেনাকাটা। শপিংমল, রাস্তা ফুটপাত সবখানে উপচে পড়া ভিড়। সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না ক্রেতা বিক্রেতা, সাধারণ জনগণ।
করোনা কে অনেকেই বিশ্বাসই করতে চাইছেন না ফুটপাতের দোকানী ফিরোজ। ফিরোজ বলেন, কিসের করোনা? কিসের লকডাউন? মানুষ খেতে না পারলে কি করবে, তাই বাধ্য হয়ে দোকান নিয়ে বসেছি ফুটপাতে। এছাড়াও উল্লাপাড়ার বিভিন্ম হাটবাজারে উপচে পড়া ভিড় দেখা গেছে, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি । পাবলিক সচেতন না হলে বাড়ছে আক্রান্তের হার, কমবে না মৃত্যুর মিছিল।