রাইয়ান ঈসাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম হোসেন নামে এক ছাত্রলীগ সদস্য নিহত হয়েছেন।শনিবার দিবাগত রাত ৩টার দিকে কলাপাড়া-বালিয়াতলী সড়কের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়াম পৌর শহর ছাত্রলীগের সদস্য। তার বাড়ি উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে।নিহতের স্বজনেরা জানান, কাজ শেষে সিয়াম রাত আড়াইটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাড়িতে ফিরছিলেন।
কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় তিনি মোটরসাইকেল নিয়ে উল্টে সড়কের ওপর পড়ে যান। আহতাবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমার সরকার জানান, সিয়াম হোসেনের মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। বাঁ হাতের হাড় ভেঙে যায়। মাথায় আঘাত লাগায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।