জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা সদর থানাধীন ছাতিয়ানী জামে মসজিদ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে লিটন শেখ (৪০)কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত লিটন শেখ ছাতিয়ানী মধ্য পাড়া এলাকার। গত ৩০/০৪/২১ইং বিকেলে ছাতিয়ানী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লিটন শেখ বাদী হয়ে পাবনা সদর থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, মোঃ হৃদয়, রিক্ত, সাগর, রাহুল, প্রান্ত, নিলয়, মুন্নাসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচ জন পরিকল্পিতভাবে লিটন শেখ কে কুপিয়ে জখম করেন।এ বিষয়ে লিটন শেখ জানান, আমি ছাতিয়ানী মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এমন সময় ওরা এসে আমাকে এলোপাথাড়ি মারপিট ও কোপানো শুরু করে।
এসময় আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে, তখন ওরা আমাকে ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী আমাকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে, আমি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছি। আহত লিটন শেখ আরো জানা্ আমাকে তারা হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। আমি পাবনা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।