হারুনুর রশিদঃ গতকাল রবিবার বগুড়ার কাহালু উপজেলার কচুয়া গ্রামের গরীব কৃষক আতিকুর রহমানের একবিঘা ধান কাটা-মাড়াই করে দিয়েছে পৌর স্বেচ্ছা সেবকলীগের নেতাকর্মীরা। পৌর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি রাগিবুল হাসান রাগিবের নেতৃত্বে গরীব কৃষকের ধান কাটা-মাড়াই কাজে অংশগ্রহন করেন পৌর স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি বেল্লাল হোসেন, যুগ্ন সম্পাদকরাকিব রায়হান রাজ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হহ সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। পৌর স্বেচ্ছা সেবকলীগের নেতৃবৃন্দ জানান, করোনার সময় শ্রমিক না পাওয়ায় তারা গরীব কৃষকের ধান কাটা- মাড়াই করে দিচ্ছেন।