উৎপল মোহন্তঃ বগুড়ায় নিবন্ধনহীন ফার্মেসীতে নকল ও অনিবন্ধিত কম্পানির ঔষধ রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২মে) শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকার ওষুধের দোকানগুলিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত দুটি ফার্মেসীর নাম নিউ সিটি ফার্মেসী ও রাসেদা ফার্মেসী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা।ভ্রাম্যমান আদালত সূত্র জানান, শজিমেক হাসপাতালের সামনে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসিগুলোয় পরিদর্শন করেন আদালত।
অভিযানকালে নিউ সিটি ফার্মেসী ও রাসেদা ফার্মেসী নামে দুটি প্রতিষ্ঠান তাদের নিবন্ধন ও ঔষুধের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি। এ ছাড়া দোকান দুটিতে অনুমোদনবিহীন দেশি-বিদেশি ওষুধ পাওয়া যায়। এসব অপরাধের কারনে ঔষুধ আইন- ১৯৪০ এর ধারা মোতাবেক নিউ সিটি ফার্মেসী ও রাসেদা ফার্মেসীকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম মোল্লা। এ ছাড়া অভিযানে সহযোগীতায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।