জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন পাবনা অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার। তিনি পাবনা জেলা পুলিশে ( ডিএসবি ও প্রশাসন ) এর অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন । এ ছাড়া অপর এক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার , সূজানগর সার্কেল জনাব ফরহাদ হােসেন অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ।
গতকাল রােববার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ – সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানাে হয় । এ ছাড়া ঐ চিঠিতে আরও ৬৩ জন কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয় । পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ পাবনা জেলা পুলিশ , পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সম্পাদক সৈকত আফরােজ আসাদ তাকে অভিনন্দন জানিয়েছেন।