রবিবার , ২ মে ২০২১ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

রামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২, ২০২১ ১১:৩৪ অপরাহ্ণ

রাজু হোসেনঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।১লা মে শনিবার বিকাল ৫ টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা দেনজি বাড়ীর দিনমজুর আবুল হোসেনের বসতঘরের পাশে জমিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনের বসতঘরের পাশে জমিতে ধান কাটছেন পার্শ্ববর্তী মাইজের বাড়ির কামাল, মফিজ ও হারুন এসময় আবুল হোসেনের গরুর বাছুর জমির ফসল নষ্ট করায় ঐ বাছুরটিকে পিটিয়ে মারাত্মক জখম করে কামাল। খবর পেয়ে আবুল হোসেন কামালকে জিজ্ঞেস করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ লোকজন দেশীয় অস্ত্রসস্ত  দা, বাঁশ, ইট, ও লাঠি ছোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবুল হোসেন ও তার ছেলে রক্তাক্ত জখম হয়। এবং হারুন, কামাল ও কামরুল আহত হয়।
পরে স্থানীয়রা লোকজন তাদেরকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।এর মধ্যে আবুল হোসেন ও তার ছেলে শাওন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে।রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY AKATONMOY HOST BD