ফাহিম হোসেনঃ ভোলা বোরহানউদ্দিন উপজেলা থেকে মামলা তদন্ত শেষে থানায় ফেরার পথে কুন্জের হাট বাজারে ট্রাকচাপায় নারী এএসআই আকলিমা বেগম নিহত। এ সময় আহত হয়েছেন জাকারিয়া নামে এক কনস্টেবল। রোববার (২মে) দুপুরে সাড়ে ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা ভোলার বোরহানউদ্দিন থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন, তার বাড়ি ঝালকাঠি। তার স্বামী -এ এস আই মো জসিম উদ্দিন ভোলা ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলার তদন্ত করতে সকালে কনস্টেবল জাকারিয়াসহ মোটরসাইকেলযোগে ফকিরহাট নামক এলাকায় রওনা হন আকলিমা। তদন্ত শেষে ফিরছিলেন। পথে কুঞ্জেরহাট বাজার এলাকায় আসলে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকলিমার মৃত্যু হয়। এছাড়া মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য জাকারিয়া আহত হন। ওই সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেন।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং এ এস আই আকলিমার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।