মোহাম্মদ তাজুল ইসলামঃ গাজীপুরের শ্রীপুরে টেংরা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে মারধর ও চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।আটককৃত যুবক টেংরা পশ্চিমপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে শহীদ মিয়া (৩৫)। সে মামলার প্রধান আসামি।
এজাহার সূত্রে জানা যায়, টেংরা পশ্চিমপাড়া এলাকার জুয়েল মিয়ার বাড়িতে গভীর রাতে আসামিরা সংঘবদ্ধভাবে প্রবেশ করে মারধর ও চুরি করে। এতে আহত অবস্থায় জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।মামলার বাদী জানান, তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করা হয়েছে। এখনো গলায় প্রচন্ড ব্যথা অনুভব করছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
উল্লেখ্য,মারধরের অভিযোগে গত (২৬ এপ্রিল) টেংরা গ্রামের মোতালেবের ছেলে জুয়েল মিয়া বাদী হয়ে চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা (মামলা-৬৩) দায়ের করেন।শ্রীপুর থানার (এসআই) আর্শাদ মিয়া জানান, আসামিকে টেংরা এলাকার নিজ বাড়ি থেকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গাজীপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।