রাইয়ান ঈসাঃ দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের দক্ষিণ রণগোপালদী এলাকায় এক বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগে মো. সাইফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। অভিযুক্ত ঐ এলাকার স্থানীয় বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রণগোপালদী গ্রামের বাসিন্দা ধর্ষণের শিকার ওই নারী (৫০) গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাশের বিলে গরু আনতে যায়। এ সময় মো. সাইফুল ইসলাম তাকে পেছন থেকে জাপটে ধরে শাড়িতে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য ওই নারীকে হুমকি দেয়।
পরে বাড়িতে গিয়ে ওই নারী তার স্বামী ও আত্মীয়দের ঘটনা জানালে তারা র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পে ফোন করে ঘটনা জানান। গত শুক্রবার রাতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে রণগোপালদী ইউনিয়নের চরঘূর্ণি স্লুইস বাজার থেকে মো. সাইফুল ইসলামকে আটক করে দশমিনা থানায় সোপর্দ করেন।
গত শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দশমিনা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম জানান, ধর্ষণের শিকার ওই নারীর মামলা রেকর্ড করে গত রবিবার মো. সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।ধর্ষিতা নারীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।