জাহিদুল ইসলাম নিক্কন: করােনাকালীন লক ডাউনে স্বাস্থ্য বিধি মেনে গণ পরিবহন খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার পরিবহন শ্রমিকেরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে রােববার দুপুরে পাবনা জেলা মােটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক চালক ইউনিয়নের যৌথ উদ্যোগে স্থানীয় পুরাতন বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয় ।
মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার পুরাতন বাসষ্ট্যান্ডের সামনে এসে সমাবেশ করেন । সমাবেশে বক্তব্য দেন , সেখানে বক্তব্য দেন পাবনা জেলা মােটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক আলহাজ মােশারফ হােসেন , মােটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরােজ হােসেন , ট্রাক চালক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ শেখ , সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক , মােটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি জীবন কুমার সরকার , সাবেক লাইন সম্পাদক আলাল হােসেন প্রমূখ ।
বক্তারা বলেন লকডাউনে মার্কেট শপিং মল সবকিছু খুলে দিলেও গণ পরিবহন বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ তিন সপ্তাহ ধরে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। এ অবস্থায় নেতৃবৃন্দ অবিলম্বে গণপরিবহন খুলে দেবার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।