আবুল হাসানঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় টিউবওয়েলের পানি খেয়ে সাবেক চেয়ারম্যানসহ বাড়ির ৭ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার৷২ মে রবিবার সকাল অনুমানিক ১০.০০ টার সময় সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র সহ পরিবারের সদস্য দিলীপ চন্দ্র (ছেলে), দীপ্তি (বউমা),মিনা রানী ( মেয়ে), মন্দিরা (নাতনী) উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া গ্রামে, বাড়িতে বেড়াতে আসে ঠাকুরগাঁও সদর বাসীন্দা অনন্দর মেয়ে চৈতী রাণী, (নাতনী), পঞ্চগড় জেলার দেবীগঞ্জে কাঞ্চন নরেশের স্ত্রী কাঞ্চনসহ মোট ০৭ জন বাড়িতে সকাল ১০ টার পর থেকেই বিভিন্ন সময় খাওয়া দাওয়া করে রহস্যজনকভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে যার মত শুয়ে পড়ে। সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র এর নাতনী চৈতী একটু দেরিতে ভাত খায়।
তার মামি দীপ্তি বলে যে আমার ঘুম ঘুম ভাব লাগছে৷ তুমি খেয়ে নিও। চৈতী দুপুর অনুমান ১২.০০ টার সময় ভাত খায় এবং সকলেই অচেতন অবস্থায় বাড়িতে ঘুমিয়ে পরে। বিকাল ৩.৩০ মিনিটের সময় চেয়ারম্যান অনীল চন্দ্র এর ছেলে দিলিপ চন্দ্র মোটরসাইকেল যোগে বাড়ি হইতে হরিপুর বটতলী বাজার যায়৷বিকাল অনুমানিক ০৫.৫০ মিনিটের সময় টলমল অবস্থায় বাড়ীতে ফেরার পথে বাজারের সামনে ভ্যানের সংঙ্গে থাক্কালাগে পড়ে যায়।
আশেপাশের লোকজন তাকে মোটরসাইকেল সহ বাড়িতে পৌঁছাইয়া দিতে গিয়ে দেখে সকলেই যায়৷গিয়ে দেখে অচেতন অবস্থায় শুয়ে আছে। থানা বিষয়টি অবহিত করা হলে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে।সকলকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইফতারের আগে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তাহারা সকলেই হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।হরিপুর থানা অফিসার ইনচার্জ এস এম আরওঙ্গজেব বলেন,বিষয়টি আমাদের কে অবহিত করলে৷আমরা বসত বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷