ফাহিম হোসেনঃ করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছে ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগ। ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষকের সাহায্য করছেন রাজাপুর ইউনিয়ন ছাএলীগ কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মিঠু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্যরা ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।
সোমবার (৩ মার্চ ) সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের কৃষক (শাজাহান মাঝির) জমির ধান কেটে বাসায় পৌঁছে দেন রাজাপুর ইউনিয়ন)ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে কৃষক (শাজাহান মাঝি) খুশি হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মিঠু চৌধুরী ও ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন ছাএলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ছাত্রলীগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘ছাত্রলীগ বর্তমানে যে কাজ করছে তাদের সঙ্গে আমরাও আছি। যেকোনও প্রয়োজনে তাদের আমরা সহযোগিতা করবো।