আবু রায়হানঃ পোরশায় করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সোমবার পোরশা সরকারি কলেজ মাঠে মুজিবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে স্থানীয় ১১৮ জন মটর শ্রমিক ও ৩২ জন বিভিন্ন পেশার মানুষের মাঝে ওই শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ১টি করে বল সাবান দেওয়া হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন ,নিতপুর ইউপি চেয়ারম্যান আবিুল কালাম শাহ্ উপস্থিত ছিলেন।