জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে ০৩/০৫/২০২১ তারিখে জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করিয়া পাবনা জেলার সুজানগর থানাধীন শান্তিপুর এলাকায় আসামী ১। মোঃ আব্দুল্লাহ শেখ (৫০) সাং-শান্তিপুর উত্তরপাড়া, থানা-সুজানগর, জেলা-পাবনা এবং পলাতক আসামী ২। মোঃ মানিক প্রামানিক(২৫)সাং-খইজোড়, থানা-সাঁথিয়া. জেলা-পাবনা আসামির হেফাজত হইতে ফেলে যাওয়া সর্বমোট (৫ কেজি) গাঁজা উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশ। এই সংক্রান্তে সুজানগর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।