ফাহিম হোসেনঃ ভোলা জেলার একমাত্র স্বাস্থ্যসেবার ভরসা হলো ভোলা সদর হাসপাতাল কিন্তু এখানে আজ চিকিৎসক সংকট, ওয়ার্ড বয় সংকট,আয়া সংকট, সবকিছুতেই সংকট,ভোলা সদর হাসপাতালে,নেই হার্টের রোগীদের চিকিৎসা।
কিন্তু বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হল আইসিইউ, এক জন বড়লোক টাকার বিনিময়ে ঢাকা- বরিশালে গিয়ে চিকিৎসা নিতে পারে,,কিন্তু গরীব রোগীদের পক্ষে তা সম্ভব নয়!ভোলা জেলার ৭টি উপজেলার প্রভাবশালী শিল্পপতি আছে,কিন্তু আজ ভোলা সদর হাসপাতালে আইসিইউর ব্যবস্থা নেই কর্মরত কর্মকর্তা ২, ৪ জন ছাড়া কেউ এর পক্ষে নিয়ে কিছু লিখে না ,বর্তমান সময়ে বিশ্বে করোনা মহামারী, আল্লাহ না করুক যদি তাদের কেই আক্রান্ত হলে কি তখন ব্যবস্থা করে দিবে তো।আসুন সবাই মিলে আওয়াজ তুলি অতি দ্রুত ভোলা সদর হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করা হোক।
আমাদের দেখানোর জন্য এতবড় ভবন দরকার নাই, আমরা সেবা চাই।আমাদের স্বজনরা কেনো ফ্লোরে থাকবে ? পাশে বিলাসবহুল ভবন থাকতে?জেলা হাসপাতালে কেন আইসিইউ নাই? ভোলায় কি আইসিইউ দেওয়ার মত কোন নেতা নাই? জানি লেখার মর্ম না বুঝেই আবেগে অনেকের জ্বলবে কিন্তু বুঝবে যখন নিজের আত্মীয়-স্বজন নিয়ে চরম বিপদে পড়বে।
তাই ভোলা বাসির প্রাণের চাওয়া, চিকিৎসক সংকট, নার্স সংকট, ওয়াড বয় সংকট, আয়া সংকট,অতি তারা তারি সংকট দূর করা হক ও আইসিইউর ব্যবস্তা করা হক।