রাইয়ান ঈসাঃ আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি পালন উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক নির্যাতন বন্ধে যুপোগযোগী আইন ও পেশদার সাংবাদিকদের তালিকা প্রনয়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে।
আজ সোমবার (০৩/০৫/২০২১) দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সাংবাদিক নির্যাতন বন্ধে যুপোগযোগী আইন ও পেশদার সাংবাদিকদের তালিকা প্রনয়নের দাবিতে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজী, সাধারন সম্পাদক জালাল আহম্মেদ, সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ।মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশে পটুয়াখালী প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য, সাধারন সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।