জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার অন্তগর্ত চর ধাউরার কুটি গ্রামে চাঁদনী বাজারের মোঃ আনসার প্রামানিক (৫৯) এর সাথে মোঃ ময়নুদ্দীন এর লোকজনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে আনসার প্রামানিক ও তার ছেলে বাদশার স্ত্রী ফজিলা খাতুন (২৩) সহ দুজন মারাত্মক ভাবে আহত হন।
তাৎক্ষনিক তাদের দুজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুগির অবস্থা সংকটাপন্ন দেখে তিনি রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সে মোতাবেক রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনার বিবরণে জানা যায় চর ধাউরার কুটি গ্রামের মোঃ ময়নুদ্দীনের দখল কৃত জমি যা তারা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসতেছিল। তবে সে জমি নিজেদের দাবী করে আনসার আলী ও তার লোকজন পাট বুনতে গেলে ময়নুদ্দীনের লোকজন পূর্ব প্রস্তুতি নিয়ে তাদের উপর হামলা চালায়।
লোকবল বেশি থাকায় আনসার প্রামানিক ও তার লোকজন ময়নুদ্দীন পক্ষের সামনে টিকতে না পেরে পিছু হটে। এসময় ময়নুদ্দীনের লোকজনের লোহার হ্যান্ডেল আঘাতে আনসার প্রামানিক ও তার পুত্র বধু মারাত্মক ভাবে আহত হয় এবং এতে আনসার প্রামানিকের তিনটি দাত ও পড়ে যায়। ময়নুদ্দীন পক্ষের লোকজনের তেমন কোন ক্ষতি হয়নি। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের চলছিল। জানা যায় আনসার প্রামানিক ও ময়নুদ্দীন সম্পর্কে চাচাতো ভাই, তাদের পৈর্তৃক সম্পত্তির দাবি নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়।