রাকিব প্রধানঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা বিতরণ করেছে গোবিন্দগঞ্জ পৌর মেয়র।সোমবার (৩রা মে) বিকাল ৪টার দিকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকার প্রায় ৫০০ শ্রমিকের হাতে মানবিক সহায়তার নগদ অর্থ তুলে দেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফী।
এসময় মেয়র বলেন করোনায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন পেশার শ্রমজীবী ও কর্মহীন মানুষ। করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় তরঙ্গে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন, জীবিকা হারিয়েছেন। এতে করে অনেকে খাদ্যাভাবে রয়েছেন।তিনি বলেন মহামারিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নিয়ে পৌর পরিষদ অসহায় কর্মহীনদের পাশে রয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেক স্থানে অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষ এ অনুদান পাবেন।
এ সময় পৌর মেয়রের সাথে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিন আকন্দ,সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আনন্দ বুলবুল,২নং প্যানেল মেয়র রিমন কুমার তালুকদার,ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু,কাউন্সিলর ছামছ উদ্দিন ভেলা, কাউন্সিলর মিজানুর রহমান রিপন,কাউন্সিলর আনারুল ইসলাম আন্টু,সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুইটি বেগম,পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুর সোবহান মুন্নুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।