আমিনুল পলাশ: এবার বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুললেন কাদের মির্জা।সোমবার(৩ মে) রাত ৯টা ৫০ মিনিটে তার ফেইসবুকে এক পোষ্টের মাধ্যমে তিনি এ প্রশ্ন তোলেন।কাদের মির্জা তার পোষ্টে লিখেন, বঙ্গবন্ধু কি স্বাধীনতা এনেছে, ওবায়দুল কাদের, ইশরাতুন নেছা কাদের, আ.জ.ম নাছির, আলাউদ্দিন নাছিম, একরামুল করিম চৌধুরী, নিজাম হাজারী, লুৎফুজ্জামান বাবর, নাছির উদ্দির পিন্টুর মত নেত্রীত্ব সৃষ্টি করার জন্য?
ফেইসবুকে তার এমন পোষ্ট স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।রাজনীতি সচেতন অনেকের মতে, দেশে গণতান্ত্রিক সরকার নেই, বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা এবং স্বাধীণতা নিয়ে প্রশ্ন তোলা মোটেই সমীচিন হয়নি। এটি অপরাধের পর্যায়ে পড়ে বলেও তারা মনে করছেন।