লুৎফুল কবীরঃ কিশোরগঞ্জ র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পুরান থানা মোড় সংলগ্ন ইসলামীয়া সুপার মার্কেটের সামনে হতে ০২ (দুই) পিস নকল স্বর্ণের বার এবং ভিকটিমের ০২টি স্বর্ণের কানের দুল’সহ ০২ জন প্রতারক আটক।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপনসংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নকল স্বর্ণের বার দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর থানা ও আশপাশ এলাকায় প্রতারনার মাধ্যমে টাকা পয়সা ও অন্যান্য মূল্যবান স্বর্ণ অলংকারনিয়ে আসছিল। অদ্য ০৩ মে ২০২১ খ্রিঃ তারিখ ১০.০০ ঘটিকায় নকল স্বর্ণের বার প্রদানের মাধ্যমে ০২ (দুই) টি স্বর্ণের কানের দুল প্রতারনা করে নিয়ে যায় মর্মেএকটি অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের ভিত্তিতে উক্ত প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।
এপ্রেক্ষিতে অদ্য ০৩ মে ২০২১ খ্রিঃ তারিখ ১৪.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান, বিএন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনাকরে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পুরান থানা মোড় সংলগ্ন ইসলামীয়া সুপার মার্কেটের সামনে হতে আসামী ১। মোঃ মজিবুর মিয়া (৩৫), পিতাঃ আব্দুর রাশিদ মিয়া, ২। মোঃ হারুন মিয়া(২৮), পিতাঃ মোঃ আলী আকবর, উভয় সাং- যশোদল মোধ্য পাড়া, থান ও জেলা- কিশোরগঞ্জদের’কে ০২ (দুই) টি নকল স্বর্ণের বার এবং ভিকটিমের ০২(দুই)টি স্বর্ণের কানের দুল’সহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতআসামীগণ নকল স্বর্ণের বার এর মাধমে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রতারনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।