মঙ্গলবার , ৪ মে ২০২১ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

শিবগঞ্জে প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি উপহার পেয়ে মহাখুশিতে বাস করছে ৭৩৭টি অসহায় পরিবার

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৪, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ

হাসেম আলী হৃদয়: আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশ্রয়ন প্রকল্প-২ অধীনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭৩৭টি বাড়ি নির্মানের কাজ শেষ হয়েছে। মহাখুশিতে বাস করছে ৭৩৭টি অসহায় পরিবার।সরজমিনে ঘুরে দেখা গেছে, শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের এ প্রকল্পের বাড়িগুলোতে পরিবার নিয়ে অসহায়রা বসবাস করতে পেয়ে মহাখুশী। জীবনের প্রথম পেয়েছে টয়লেটসহ সেমি পাকা বাড়ি। তাই তারা যেন বাড়ি দাতা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য পাগল।
দূর্লভপুরর তেত্রিশ রশিয়াতে বাড়ি পাওয়া নায়েমা বেগম জানান, আগে বাড়ি ছিল বাররশিয়াতে। শুশুরের মাত্র দেড় কাঠা জমি ছিল। সেটাও বিক্রী করে দিয়েছে। অবশেষে পরের জমিতে বাস করছিলাম। শেখ হাসিনার উদ্যোগে ও স্থানীয় প্রশাসনের সহযোগীতায় আমিসহ এখানে ১৬টি পরিবার বাড়ি পেয়েছি। সবাই আমার মত অসহায় ছিল। আবেগ জড়িত কণ্ঠে নায়েমা আরো জানান, যতদিন বাঁচবো ততদিনই শেখ হাসিনাকেই ভালবাসবো।
শুধু নায়েমাই নয়, শিবগঞ্জ উপজেলার প্রায় ৭৩৭পরিবারের বেশীর ভাগ পরিবারের সাথে সরজমিনে দেখা করলে সবাই এমন কথাই বললেন। তবে তাদের দাবী জীবনে একবার হলেও শেখ হাসিনার সাথে দেখা করবো।সরজমিনে ঘুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার সংলগ্ন ও সাহাপাড়া বনপাড়, তর্ত্তীপুর, তেত্রিশরশিয়া, ঘোড়াপাখিয়ার চকদেবোত্তর, কানসাটের গুদাম বাগান ও নিরালা গুচ্ছগ্রাম, সোনামসজিদ গৌড় এলাকাসহ প্রতিটি এলাকা ঘুরে ধেখা গেছে, প্রতিটি পরিবার তাদের নিজ নিজ বাড়ি পরিস্কার ও গোছানোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তবে পানি, বিদ্যুৎ ও রাস্তা সহ কিছু সমস্যার কথাও বলছেন তারা।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শিবগঞ্জে ভুমিহীন ও আশ্রয়হীন ৭৩৭টি পরিবারের জন্য ১২কোটি ৬০লাখ টাকা ব্যয়ে ৭৩৭টি বাড়ি নির্মানের কাজের শুভ উদ্বোধন হয় গত ০৪-১১-২০২০ খ্রী: তারিখে জন প্রশাসনের যুগ্ম সচির হুমায়ুন কবিরের মাধ্যমে। প্রতিটি বাড়ির জন্য ২শতক জমির উপর সেমি পাকা ২টি ঘর, ১টি রান্না ঘর, ১টি টয়লেট ও ১টি বারান্দা রয়েছে। সব গুলো বাড়ির নির্মান কাজ শেষ হয়েছে। পরিবার গুলো বসবাস করছে। প্রতিটি বাড়িতে খরচ ধরা হয়েছে ১লাখ ৭১হাজার টাকা।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী জানান, দূর্লভপুরে ২১৪টি, ঘোড়াপাখিয়ার ৭৬টি, মনাকষাতে ৬৩টি, কানসাটে ৮৮টি, উজিরপুরে ৮৭টি, শাহাবাজপুরের ৭৫টি ও বগড়াউড়িতে ৪০টি সহ মোট ৭৩৭টি বাড়ির নির্মান কাজ শেষ করে সেগুলিতে অসহায় ও ভুমিহীন পরিবারগুলোকে দলিল প্রদান ও উপযুক্ত তালিকার মাধ্যমে উঠানো হয়েছে। তারা বসবাস করতে শুরু করেছে। চাহিদা অনুযায়ী আরো ১শ টি বাড়ি নির্মানে কাজ প্রায় শেষের পথে।
তিনি আরো বলেন, ৮৩৭টি পবিরবারে জ্যন্য জন স্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের উদ্যোগে ৮৩টি টিউবওয়েল বসানো কাজ চলছে। এলজিডির উদ্যোগে রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে। তবে বাড়ির মালিদের নিজ খরচে বিদ্যায়তেনর কাজ চলছে। পল ও মিটার বসানো হয়েছে। অল্প সময়ের মধ্যে বিদুৎ চালু হয়ে যাবে। বিদ্যুৎ বিভাগবে সেভাবে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও যাতে এ প্রকল্পের বাসিন্দারা কোন কষ্ট না পাই সে চেষ্টায় আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই পরিদর্শন করছি এবং তাদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করছি।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত আহত -২

দুই দফা দাবিতে হামর্দদের ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ এফএনএস

চৌদ্দগ্রামে রেষ্টুরেন্টে হামলা, যুব অধিকার পরিষদের ৫ সদস্য গ্রেফতার 

সিরাজগঞ্জে বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৪

খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন

যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইবিতে জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আরিফ ও জাহিদ

পুরান রামগড় কাজীবাড়ি মাদ্রাসার সার্টিফিকেট জাল করার অভিযোগ মোঃ সামাদের বিরুদ্ধে 

রাঙ্গাবালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উল্লাপাড়া-সলঙ্গায় ১কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার এক

Design and Developed by BY REHOST BD