ফরিদুল ইসলাম ফরিদঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সরকারি জমিতে মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনের জন্য নির্মাণাধীন ঘর ভাংচুর ও মালামাল চুরির ঘটনায় অভিযুক্তদের ২ মে দুপুরে আদালতে সোপর্দ করেছেন দেওয়ানগঞ্জ থানা পুলিশ।শরবত আলী (৫৫), তার স্ত্রী কুলছুম বেগম (৪৫) ও ছেলে শহিদুর রহমানকে (২২) আটক করেছে পুলিশ। ১ মে দুপুরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
দেখা গেছে ডাংধরা ইউনিয়নের কারখানা মৌজাধীন ০১ নম্বর খতিয়ানে ৭৩৪৯ নম্বর দাগে সরকারি জমিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীনদের গৃহ নির্মাণে কথিত ভূমিহীন সরবত আলী ও তার লোকজন স্থানীয় কতিপয় নেতা কাজে বাঁধা দেন এবং ৭টি ঘরের পাকা দেয়াল ভাংচুর করেন।ডাংধরা উপসহকারী ভূমি কর্মকর্তা মমিলুল হক বাদি হয়ে সাতজন সহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ১ মে দুপুরে সরবত আলী (৫৫), কুলছুম বেগম (৪৫) ও শহিদুর রহমানকে (২২) আটক করে ২ মে সকালে আদালতে সোপর্দ করেন দেওয়ানগঞ্জ থানা পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। ২ মে তাদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের কাজ করছে।সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, মুজিববর্ষ উৎযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার গৃহহীন ও ভূমিহীনদের গৃহ নির্মাণের কাজ চলছে, এ জন্য সবার সহযোগিতা কামনা করছেন তিনি।