মাসুদ সরকারঃ নওগাঁর ধামইরহাটে বোরো ধানে কীটনাশক ওষুধ প্রয়োগ করতে গিয়ে বিষক্রিয়ায় আনোয়ার হোসেন বাদশা (৩৫) নামের এক যুবক মারা গেছেন। রবিবার ২ মে উপজেলার আড়ানগর ইউনিয়নের বাসিন্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন আড়ানগর ইউপি’র সাবেক সদস্য মরহুম তমিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, রবিবার বাড়ির পার্শে তার ধান ক্ষেতে কিট নাশক স্প্রে করার জন্য যায়। কিটনাশক স্প্রে করার কালে পাস্বপ্রক্রিয়ায় কোন এক সময় অচেতন হয়ে পড়েন। এলাকাবাসী আনোয়ার হোসেনকে জমিতে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে আসে। এবং চিকিসার জন্য দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরের দিন সোমবার সকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। ওই দিন দুপুরে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।